যুব উন্নয়ন অধিদপ্তর,ফরিদপুর জেলা কার্যালয় যশোর-খুলনা রোডে পূর্বগংগাবর্দী অবস্থিত। যুব উন্নয়ন অধিদপ্তর মূলত জেলার বেকার যুবক ও যুবমহিলাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিনত করাই ইহার প্রধান কাজ।
এই প্রশিক্ষণ আবার দুই ধরনের ক) প্রাতিষ্ঠানিক এবং খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ :
ক) পোষাক তৈরী
খ)ব্লক বাটিক ও স্ক্রীণ প্রিন্টিং
গ) মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন
ঘ) কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন
ঙ) ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং
চ) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
ছ) ইলেকট্রনিক্স
জ) মৎস্য চাষ
ঝ) গবাদী পশু,হাঁস-মুরগী পালন,কৃষি নার্সারী এবং প্রাথমিক চিকিৎসা
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ :
খ) অপ্রাতিষ্ঠানিকঃ |
|
১. পারিবারিক হাঁস-মুরগী পালন।
|
২২. ফলের চাষ।
|
যুব ঋণ কর্মসূচি |
: |
ক) আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচি (ব্যক্তি কেন্দ্রিক ঋণ)ঃ খ) পরিবারভিত্তিক ঋণ কর্মসূচিঃ |
আত্মকর্মসংস্থান |
: |
প্রশিক্ষণলদ্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রশিক্ষ্যেত যুবদের উদ্বুদ্ধ করা হয় এবং প্রকল্প গ্রহণ ও পরিচালনার জন্য অধিদপ্তরের ঋণ সুবিধার পাশাপাশি কর্মসংস্থান ব্যাংক, জনতা ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান হতে পুঁজি প্রাপ্তিতে সহায়তা করা হয়। সাধারনভাবে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবদের মাসিক আয় ৩০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত। তবে কোন কোন সফল আত্মকর্মী যুব মাসে লক্ষাধিক টাকা আয় করে থাকেন। |
সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি |
: |
এ কর্মসূচির আওতায় প্রশিক্ষনের পাশাপাশি এবং যুব সংগঠকদের মাধ্যমে বেকার যুবদের এইচআইভি/এইডস/এসটিডি প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, সামাজিক রীতি-নীতি, মূল্যবোধ, জেন্ডার ও উন্নয়ন, যৌতুক, ইভটিজিং, সুশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সিভিক এডুকেশন, ক্ষমতায়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার কল্যাণ ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়। |
যুব সংগঠন তালিকাভুক্তি |
: |
যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যুব কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের কার্যক্রমকে অধিকতর অর্থবহ ও দায়িত্বশীল করার লক্ষ্যে অধিদপ্তরের পক্ষ্যে সেসব সংগঠনকে তালিকাভূক্তি দেয়ার সুযোগ রয়েছে। তালিকাভূক্তি গ্রহণেচ্ছু সংগঠন স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপপরিচালকের নিকট আবেদন করতে পারে। |
যুব সংগঠন অনুদান |
: |
যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যুব কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে এ কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে |
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রদান |
: |
ক) জাতীয় যুব পুরস্কারঃ প্রতিবছর ১ নভেম্বর তারিখে জাতীয় যুবদিবস পালিত হয়ে থাকে। যে সকল প্রশিক্ষিত যুবক ও যুবমহিলা আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপনে এবং যেসকল যুবসংগঠক সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে দৃষ্টান্তমূলক অবদান রাখতে সক্ষম হয় তাদের মধ্য হতে বাছাই করে প্রতিবছর যুবদিবসে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়ে থাকে। |
|
: |
|
বিভিন্ন দিবস উদ্যাপন |
: |
১ নভেম্বর জাতীয় যুবদিবস সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন করা হয়। |
সরকারী-বেসরকারী পার্টনারশিপ |
: |
এ কার্যক্রমের আওতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, সমাজ সচেতনতামূলক কার্যক্রম এবং প্রশিক্ষিত যুবদের অধিকহারে পুঁজি সরবরাহের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস